মায়ের কবিতা- ৫৪ । কবিতা

কবিতা

বেগম কোহিনূর আক্তার খানম

আমার কবিতাগুলি যদি তোমাদের

পড়তে ভালো না লাগে

তুচ্ছ করিওনা তোমরা আমাকে

ছুঁড়ে ফেলে না দিয়ে

রেখ দিও আলমারীর এক কোণে।

যখন আমি থাকব না

তোমাদের মাঝে

খুঁজে নিও বইখানি পড়ে দেখবে।

কবিতাগুলিতে লিখেছি

যত মনের কথা।

এই সমাজের ব্যথার কথা।

পারেনা অনেকে

সাজিয়ে বলতে,

তাইতো আমি লিখেছি কবিতা

তাদের অজান্তে।

ভুল যদি হয়ে থাকে

শুদ্ধ করে পড়ে,

ক্ষমা করো আমাকে।

তবুও আমি সান্ত্বনা পাব

লিখেছি কবিতা তাদের জন্য।

Leave a Comment