সময়
বেগম কোহিনূর আক্তার খানম
কখন যে বেলা শেষ হয়ে এলো
বুঝিনিতো আমি
জীবনের এতগুলি দিন ফুরিয়ে গেল
ভাবিনিতো আমি।
চাওয়া-পাওয়া হিসাবটুকু কখনো দেখিনি
নিয়তি কত যে কঠিন
চলার পথে দেখেছি।
কুঞ্জলতার মত সব জড়িয়ে রেখেছি
চাঁদের আলোর মত ভালোবেসেছি
আজ দেখি সবই মিছে
চাওয়া-পাওয়ার হিসেব দেখে।
চমকে উঠে হৃদয়খানা
কিছুইতো পেলামনা
কখন যে বেলা শেষ হয়ে এলো
বুঝিনিতো আমি।