সর্বকালের বাণী

১। অতি বড় ঘরনী না পায় ঘর ,

অতি বড় সুন্দরী না পায় বর।

২। অজ্ঞানে করে পাপ, জ্ঞান হলে সরে,

সজ্ঞানে করে পাপ, সঙ্গে সঙ্গে ফেরে।

৩। অকালে খেয়েছ কচু

মনে রেখ কিছু কিছু।

৪। অকেজোর তিন কাজ বড়

ভোজন নিদ্রা ক্রোধ দড়।

৫। অতি চালাকের গলায় দড়ি

অতি বোকার পায়ে বেড়ি।

৬। অতি প্রণয় যেখানে নিত্য যাবে না সেখানে;

যদি যাবে নিত্য, ঘটবে একটা কীর্তি।

৭। অতি বাড় বেড় নাকো

ঝড়ে ভেঙ্গে যাবে

অতি ছোট হয়ো নাকো

ছাগলে মুড়াবে।

৮। অনেক খাবে তা অল্প খাও,

অল্প খাবে তো অনেক খাও।

৯। অন্ন দেখে দেবে ঘি,

পাত্র দেখে দেবে ঝি।

১০। অন্নের জ্বালা বড় জ্বালা,

একদিনে লাগে তালা।

১১। অবুঝে বুঝাব কত বুঝ নাহি মানে,

ঢেঁকিরে বুঝাব কত নিত্য ধান ভানে।

১২। অভাগিনীর দুটি পুত,

একটি কানা, একটি ভুত।

১৩। অশ্বত্থের ছায়াই ছায়া

মায়ের মায়াই মায়া।

১৪। আগে আপন সামাল কর,

শেষে পেরেক গিয়ে ধর।

১৫। অতি লোভে তাঁতী নষ্ট

অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।

১৬। নিম তিত, নিশিন্দা তিত, তিত মাকাল ফল,

তার চেয়ে তিত কন্যে, বোন সতীনের ঘর।

১৭।আপন চেয়ে পর ভাল

পরের চেয়ে জঙ্গল ভাল।

১৮। আপন বুদ্ধিতে ফকির হই

পর বুদ্ধিতে বাদশা হই।

১৯। আপনার মান আপনি রাখ,

কাটা কান চুল দিয়ে ঢাক।

২০। আমি কি নাচিতে জানিনে,

মাজার ব্যথায় পারিনে।

Leave a Comment