মায়ের কবিতা-১৫ | অজান্তে

অজান্তে

বেগম কোহিনূর আক্তার খানম

আমি লিখতে চাইনি এই কবিতা।

মনের অজান্তে এলো দুটি কথা,

পৃথিবীতে থাকবে ভালোবাসা, স্নেহ-মমতা

বিনিময়ে আছে শুধু অবিচার, লাঞ্চনা, প্রতারণা,

জীবনের দাম তাই দুঃখ বেদনা।

চাওয়া পাওয়ার মাঝে শুধু ছলনা

আলোর মাঝে আঁধার এলো

সুখের পাখী নীড় ছেড়ে উড়ে গেল।

চাইনিতো এমন জীবন

তবু কেন হলো এমন।

Leave a Comment