মায়ের কবিতা-১৭ | অপরিচয়

অপরিচয়

বেগম কোহিনূর আক্তার খানম

সে এক অচিন গাঁয়ের ছেলে

আমায় দেখে হেসে বলে মা বলবে ডেকে।

দেখে আমার মায়া হলো বুকে নিলাম টেনে

আদর করে বললাম তাকে, থাকো আমার কাছে।

দিনে দিনে সেই ছেলেটি আপন হলো সবার

আদর, স্নেহ, মায়া, মমত, তাহার যেন একার।

হঠাৎ একদিন বলে উঠলো আমি হলাম শিরোমণি

আমার উপর খবরদারি করে না যেন কোনজনই।

শুনে আমি বললাম তারে

শোন ওরে অচিন গায়ের ছেলে,

আমি তোমায় পর ভাবিনা তুমি আমার ছেলে।

সবকিছুর সীমা আছে ভেবে দেখ তুমি

সীমাহারা চললে তুমি সাজা পাবে শেষে

তেড়ে উঠে বলল আমায়, মা ডেকেছি ভুলে।

Leave a Comment