মায়ের কবিতা-৫ | আখাংকা

 আখাংকা

বেগম কোহিনুর আক্তার খানম

জীবনটা কতটুকু আমারতো নেই জানা

কেন অহেতুক ভেবেই সারা,

কল্পনায় যার ছবি আঁকে,

আমিতো তাকে চিনিনা।

সে কোথায় আছে তাও জানিনা,

সাত সমুদ্র তেপান্তরের মাঠ পেরিয়ে,

খুঁজি তাকে আপন মনে,

ভেসে উঠে মানসপটে।

এই বুঝি ছোঁয়া দিয়ে গেল সে!

আমি যে ভালোবাসার কাঙ্গালী,

আমার মনের মানুষকে খুঁজি।

Leave a Comment