মায়ের কবিতা- ৩৭ । আশা

আশা

বেগম কোহিনূর আক্তার খানম

মনে ছিল বড় আশা

শ্যামলের সাথে বাঁধবো সুখের এক বাসা

তীর্থন নদীর ঘাটে বসেছিল শ্যামল একেলা।

জলেতে ডক ডক শব্দে যেন ভাসছে সাদা

ঝাঁপ দিয়ে পড়ে শ্যামল,

তুলে দেখে বামনের মেয়ে রাধা

মরতে চায় ডুবে জলে।

ডুকরে কেঁদে

শ্যামলকে জড়িয়ে ধরে বলে

বামনের মেয়ে সঙ্গী নাই।

জলে ডুবে তাই মরতে চাই।

শ্যামল অবাক হয়ে চেয়ে

হাত কেটে সিঁদুর দিল সিথিতে পরিয়ে।

ভাবিল না মনে

সীতা যে কাঁদিবে আজীবন ভরে।

Leave a Comment