মায়ের কবিতা-৮ | উদাসিনীর মন

উদাসিনীর মন

বেগম কোহিনূর আক্তার খানম

জীবনের এতগুলো বছর কেটে গেল

তবু যেন তুমি মোর কাছে নতুন

কোনদিন হবে না মোর কাছে পুরাতন।

মন শুধু চায় কাছে থাকতে

অজানা, জানা, কত কথা বলতে।

শুধু মন চায়, কাছে ধরে রাখতে

মন শুধু উচাটন, তুমি বিনে করে জ্বালাতন

নিজেকে মনে হয় সর্বহারা অসহায়।

হৃদয়ের কানায় কানায়

কি যেন যাদু করেছো আমায়

ভালবাসার ভান্ডার, উজার করে দিয়েছ আমায়।

তাইতো সারাটি জীবন, তোমায় নতুন মনে হয়

যতই দেখি তোমায় আমি, তুমি যে আমার প্রাণধন

কোনদিন হবে না মোর কাছে পুরাতন।

Leave a Comment