মায়ের কবিতা- ৪১ । ক্যাপ্টেন

ক্যাপ্টেন

বেগম কোহিনূর আক্তার খানম

আসাদ চিঠি খানা পেয়ে

অবাক হবে জানি।

অজয়ের কাছে তোমার ঠিকানা পেয়েছি

তাই তোমার অতীতকে

খুঁজে পত্র লিখছি।

আটলান্টিক জাহাজের কেবিনে বসে

তুমি নাকি চাঁদের আলোর মাঝে

রীতার সাথে কথা বলো।

ঘুমের ঘোরে রীতা রীতা বলে ডাকো,

বিদেশী ফুলের মাঝে রীতাকে দেখো।

তুমি ভাবছ

রীতা পাতাল পুরীতে আছে বলে,

সাগরের মাঝে তুমি বাস করো।

রীতা ধন্য হয়ে উদাসী হয়েছে

তোমার মত সন্যাসীর খবর শুনে।

এমন আর করোনা আসাদ

মিনতি করেছি তোমারে,

তোমার প্রেমের স্বর্গ গড়বো

মনিকোঠার মাঝে,

তুমি বাড়ী এসো এই সনে

কাঁকনপুরের পথচেয়ে,

থাকবো আমি বকুল ফুলের মালা গেঁথে

তুমি আসবে, তুমি আসবে, তুমি আসবে।

Leave a Comment