মায়ের কবিতা- ৩৬ । ক্ষত

ক্ষত

বেগম কোহিনূর আক্তার খানম

ছুইওনা রবিন আমায় তুমি

কলংকের কালি লাগবে গায়ে

শাড়ীর আঁচল ছিড়ে যাবে

ভাল যদি বেসে থাকো রাখ গোপনে

সুধাবো মনের জ্বালা মরণের পরে।

তোমার তৃষ্ণা মিটিবে রংধনুর আড়ালে

সেই যে চলে গেলে আসিলে না ফিরে

বিরহ বেদনা সহেছি আমি অনেক দিন ধরে।

আমার ঔষ্ঠে ক্ষত আপন দন্ত কারণে

নিয়তি কঠিন বলে পাইনি তোমাকে।

অনিতার কেশের সুবাস তোমার বাহুতে আছে

ঋতুদের ফুলের বাগান আজও গুমরে কাঁদে।

তোমার অনিতা হারিয়ে গেছে

অমৃত দেহখানা আছে পড়ে

উতালা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে।

1 thought on “মায়ের কবিতা- ৩৬ । ক্ষত”

Leave a Comment