মায়ের কবিতা- ৩১ । গগণ

গগণ

বেগম কোহিনূর আক্তার খানম

আমি কখনও গগণ চুম্বি আশা করিনি

আমি আমার বাগানের পরিচর্চায় মগ্ন থাকি,

স্মৃতির মনিহারে গাঁথা অনেক ব্যথা আছে জমা

লাল গোলাপের পাঁপড়ি ছিড়ে ঘ্রান দেখি।

নীল আকাশের পানে আমি রঙ বেরংয়ের ধণু দেখি

অভিমানী নারীর মত পালিয়ে যায় মেঘগুলি।

বেনারশী শাড়ী পরে দাঁড়িয়ে আছে সুচারু রমণী

আমি আকাশের পানে চেয়ে থাকি।

স্রষ্ঠার সৃষ্টিকে আমি অবাক হয়ে দেখি

সাগর, নদি, পশু, পাখি, ফুলের মেলা,

আমার ইচ্ছে করে এদের নিয়ে কাটিয়ে দেব

জীবনের শেষ বেলা।

আমার নেই কোন আকাশ কুসুম কল্পনা।

হৃদয়ের মানচিত্রে এখন আর

নেই কোন আল্পনা।

Leave a Comment