মায়ের কবিতা- ৪৫ । চেষ্টা

চেষ্টা

বেগম কোহিনূর আক্তার খানম

আর ভাল লাগেনা নি:স্ব জীবনটা

প্রেম প্রীতির নেই আশা

দুর্জয় জীবনের নেই ভরসা।

ছন্দের আকাল পড়েছে বেশী

কবি সাহিত্যিকের ছড়া-ছড়ি

প্রকাশকের দর কষাকষি।

সময় পেয়েছে রবিঠাকুর, নজরুল

জীবনানন্দদাস, মাইকেল মধুসুদন দত্ত।

তাদের সাথে নেই কোন শর্ত

এখনও আমরা তাদের ভক্ত।

কী দিয়ে লিখব কবিতা পাইনা ভাষা

হাসবে জনতা,

এমনতো হতে পারেনা

লিখবো কবিতা

নাম দেব মমতা।

Leave a Comment