দুঃশ্চিন্তা
বেগম কোহিনূর আক্তার খানম
ঘুম ঘুম চোখে, ঘুম আসে না মোটে
দুঃশ্চিন্তার বোঝা নিয়ে আমরা আছি বেঁচে
ভালবাসার প্রেক্ষাপটে কথা বলোনা
শুধু শুধু কঠিন কথা ভালো লাগেনা।
বেকার জীবন যাপন করা বড্ড ঝামেলা
চাকুরী বলো, ব্যবসা বলো, সবকিছুতেই বাঁধা,
পৃথিবীটা নিত্যদিনই যেন গোলক ধাঁধা!
সোনার হরিণ পাওয়ার আশায় আমরা সবাই গাঁধা।
হিসেব করে দেখি আমি সবকিছুতেই ফাঁকা।
এমনভাবে বাঁচার আশা আরতো করিনা।