দূর্ভোগ
বেগম কোহিনূর আক্তার খানম
আমি যখন এই প্রান্ত শালায় চেয়ে থাকি আনমনে
সারা আকাশ জুড়ে মেঘে মেঘে খেলা করে আপন মনে
চারিদিকে দৃশ্যলিলা সব যেন অবহেলা
এ বিশ্বম্ভরপুর এলাকা।
উত্তরে তার গিরি হিমালয়ের পাদদেশ পাহাড় চূড়া
যেন তমাল-তরু জড়ীয়ে রেখেছে মাধবী লতা,
দক্ষিণে জল ভরা হাওড় আর বিল
এখানে নেই কাকাতুয়া হাঁস-পাখী চিল।
পূর্বে দু’চারটি বাড়ি পথাঘাট বিহীন
মানুষগুলি যেন নিরামিষ হৃদয়হীন।
পশ্চিমে জলাবিলে গোটা কতক বাড়ী
এলাকার বাজার বাঁচার জন্য যেন কিছু দরকার।
এই অঞ্চলের লোকগুলি দূর্বল প্রায়,
গরু-ছাগলগুলি আছে বেঁচে হাঁড়গুলি নিয়ে তায়।
কি অসহায় জীবন-যাপন বুঝাই কেমনে
এ বিশ্বম্ভরপুর বিস্ময়কর চলতে হয় চলার তাগিদে।
দেখি শুধু আপন মনে আনমনা হয়ে।