মায়ের কবিতা- ৪৪ । দেশ

দেশ

বেগম কোহিনূর আক্তার খানম

আমার দেশটাকে ভীষণ ভালো লাগে

যেদিকে দেখি সবুজের মেলা।

আকাশ পাতাল সাগর নদী

উথাল-পাতাল ঢেউয়ের খেলা।

আমার দেশ সবুজ ঘাসে ভরা

খালে বিলে ফুটে আছে কচুরীপানা,

সকালে ঘুম ভাঙ্গে পাখীর গানে

দুপুরে আরাম করি কোকিলের

কুহু কুহু তানে।

বিকেলের ভ্রমণে দেখি

দোয়েল শ্যামার আলিঙ্গন।

সন্ধ্যায় ক্লান্ত রাখালের বাঁশীর সুর

চাঁদ তারা হাসে মধুর মধুর।

আমার দেশটাকে ভীষণ ভালো লাগে

সোনালী রোদে জীবাণুমুক্ত করে।

সবুজ লতা পাতার রসে

রোগ ব্যাধি সারে।

আমার দেশটাকে ভালবাসি

এ দেশ জন্ম হয়ে গর্ব করি।

Leave a Comment