মায়ের কবিতা- ১৩ | নিয়তি

নিয়তি

বেগম কোহিনূর আক্তার খানম

স্রষ্টার সৃষ্টি দেখে তন্ময় হয়ে এই বিশাল পৃথিবী

যতটুকু দেখেছি মুগ্ধ হয়েছে হৃদয় আমার

দূর দূরান্ত হতে বদলি হয়েছে হৃদয়শ্বর আমার

আমার বাসস্থান হতে কয়েক’শ মাইল দূরে

এই বিশ্বম্ভরপুরে।

হেথা এসে দেখি জনহীন নিঝুম এলাকা

মানুষগুলি যেন সঙ্গীহীন অসহায় তারা

চারিদিকে মাঠ আর বালুচর জল জলাঞ্জল

নেই এখানে পথ-ঘাট, নেই এখানে আলো বাতাস

তবুও করেছে এখানে সরকারী আস্তানা

কোর্ট-কাছারী দপ্তরখানা।

প্রভাতে উঠে দেখি ধূসর কুয়াশা আর কুয়াশা

শিশিরগুলো কেটে গেলে দেখি

দূরে দেখা যায় পাহাড়ের চূড়া।

ভাবিনি কখনো আসিব এখানে

আমার জীবন সাথীকে নিয়ে।

Leave a Comment