মায়ের কবিতা- ১০ | পরিচয়

পরিচয়

বেগম কোহিনূর আক্তার খানম

আমি দেখেছি সেই নবীন যুবকটিকে

মুখ ভরা হাসি তার প্রাণ খোলামেলা।

দিতে চায় সে দূর করে সকলের ব্যথা-বেদনা

নিজেকে নিয়ে সে কখনও ভাবেনে

যার সাথে ক্ষণে তার হয় পরিচয়

সেই যেন আপন তার মনে হয়।

আমি দেখেছি সেই নবীন যুবকটিকে

সদ্য ফোটা গোলাপ যেন ফুটে আছে

বাংলার মায়ের বুকে।

এ যেন ধরণীর আপনজন

সত্য যাচিত ন্যায় পরায়ণ।

আমি দেখেছি সেই নবীন যুবকটিকে।

দোয়া করি সংগ্রামী জীবন

এগিয়ে যাবে শান্তির দূত হয়ে।

Leave a Comment