পারিনি
বেগম কোহিনূর আক্তার খানম
পৃথিবী আমাকে চায়নাতো আর
ভেবেছি অনেকবার
কি হবে বেঁচে থেকে আর
সুখের দিনগুলি গেছে পেরিয়ে
সময়তো নেই আর।
যৌবনে ছিল মোর অনেক পাওয়ার
বুঝিতে পারিনি পাব না তো আর।
হারিয়ে বুঝেছি এবার
সময়তো নেই আর।
আজ আমি বসে থাকি একা একা
সব যেন লাগে ফাঁকা ফাঁকা
যত কিছু লিখি পড়ি
সব যেন খালি, খালি
কিছুইতো হলোনা।
অতীতের স্মৃতি কেন ভুলিনা
যাবো যাবো বলে কেন
যাওয়া হলোনা।
সত্যিই চলে যাবো একদিন
ডাকবে না কেউ আর আমার কোন দিন।