মায়ের কবিতা-১৮ | প্রতারণা

প্রতারণা

বেগম কোহিনূর আক্তার খানম

সে আমাকে বলেছিল কোন একদিন

আমি  ছাড়া গতি নাই আর কোনদিক

জীবনে মরণে থাকবে সে আমার কাছে

ভালবেসে হৃদয়টা বিলিয়ে দিয়েছে শুধু আমাকে।

আমি ছাড়া তার যেন নেই কেহ পৃথিবীতে

রূপের লাবণী, মনের ভরসা আমি যেন সর্ব আশা

আমি তার রজনীগন্ধা, রাতের জোনাকী

ভেবেছিলাম আমাকে ভালবেসে উন্মাদ হলো সে বুঝি?

সান্তনা দিয়ে বলেছিলাম তাকে

থাকব আমি তোমার হৃদয় পাশে

এমনি করে কেটে গেল কতদিনের তরে

হঠাৎ খুঁজে পাইনা তাকে।

সে যে উদাও আমায় ফেলে

বিশ্বাস করেছিলাম আমি তাকে

তাইতো চুরি হলো আমার হৃদয়খানি

ক্ষণে ক্ষণে মনে উঠে তার সাজানো কথাগুলি

সত্যিই কি সে ভালোবেসেছিল আমাকে?

Leave a Comment