মায়ের কবিতা- ১৬ | বিদায়

বিদায়

বেগম কোহিনূর আক্তার খানম

আমি যখন একলা থাকি আমার ঘরের মাঝে

আর ভাবি মনে মনে একদিন সবকিছু ফেলে,

যেতে হবে মায়ার পৃথিবী ছেড়ে

জীবনে কত সংগ্রাম করে, কত বাঁধা বিঘ্ন ঠেলে

সাজাইয়াছি ঘরখানি।

এখানে আছে আমার স্বজনেরা, আছে আপনজনেরা

এখানে আছে আমার হাসি-কান্না, সুখ-দু:খ, বেদনা

গোধুলী লগ্নে যখন নীড়ে পাখী ফিরে আসে

আমার ঘরে তখন আমি বসে থাকি

আসবে আমার সুখ পাখী।

আশার আলো আনন্দতে মন ভরে যায় এমনি করে,

তবে কেন যেতে হবে এই পৃথিবী ছেড়ে।

Leave a Comment