বুঝেনি
বেগম কোহিনূর আক্তার খানম
সরল ভাষায় ছন্দ দিয়ে লিখি কবিতা
এরেই মাঝে না বুঝার তো নেই কথা।
বুঝেও যদি না বুঝার ভান করে
লেখকের আর কী করার আছে?
বোকাকে বুঝানোর সময় আছে আমার
সরলকে বুঝায়ে দেখবো আবার।
অত্যাচারীকে খঞ্জর মারবো জোরে
জীবনে যেন বুঝতে পারে।
শাসন শোষন করে যারা
তাদের আমি করবো সারা
পৃথিবীতে আমি শুধু একাই একা।