বৃথা
বেগম কোহিনূর আক্তার খানম
আমি চাইনি এমন প্রাসাদ
চাইনি আমি এমন আলোয়
আমি চাইনি এমন রাজত্ব
চেয়েছিলাম একটি নিবিড় কুটির
সেই কুটিরের, আমি মুকুটহীন সম্রাজ্ঞী।
কত কথা কত আশা
অতীতের স্মৃতি, ভবিষ্যতের কল্পনা
থাকবে এমনি এক জলসা।
কত ভালবাসা, হৃদয়তা, স্নেহ মমতা
সেখানে থাকবে প্রিয়ার ভালবাসা।
মাতৃত্বের স্নেহ মমতা
মানবের হৃদয়তা।
কিছুইতো পেলাম না, রয়ে গেল কল্পনা
যা পেয়েছি তা শুধু সয়ে গেলাম আমি
হৃদয়ের মাঝখানে কী জ্বালা কেউতো দেখে না।
সব কিছু রয়ে সয়ে চলে যাব একদিন সব ছেড়ে
হৃদয়ের সব জ্বালা হৃদয়ে চইয়ের।