বৃথা আরধনা
বেগম কোহিনূর আক্তার খানম
জীবনে কিছু পাইনি বলে,
অভিযোগ নেই আমার,
রোগ শোক আছে বলে আক্ষেপ নেই আর
জন্ম থেকে রোগ আমার নিত্য সঙ্গী,
দু:খ আমার অহরহ আছে বলেই
সুখকে আমি ভালবাসি।
সুখ আমায় ভালবাসেনা বলে
দু:খ আমার সাথেই থাকে।
জীবনের শেষ আশা করেছিলাম তবে
আমার সন্তানেরা মানুষ যেন হয় তবে।
তবুওতো শেষ নি:শ্বাস ত্যাগ করিব
সুখকে পেয়েছি বলে
সুখের জন্য করেছ বহু আরধনা
দু:খ হেসে বলে বৃথা কর সাধনা
সুখ তোমায় দিয়েছে ফাঁকি
দু:খ আমি তোমার চির সাথী।
শোকর করে আছি খোদার কাছে আমি
সফল যেন করে দয়াময় তিনি।