বেকার
বেগম কোহিনূর আক্তার খানম
দেশটা কেন আমন হলো বলতে পারিস খোকা?
বেকার জীবন ধারণ করে তোরা সবাই যেন বোকা।
বিশ্ব জুড়ে চলছে যখন প্রতিযোগিতা করে
তোরা কেন বসে আছিস বাংলার ঘরে ঘরে?
জীবন যুদ্ধে নামতে হবে এই প্রতিজ্ঞা কর।
দেশকে তোরা গড়বি বলে, জন্মেছিলি বাংলাদেশে
সোনার বাংলায় সোনার ফসল ফলাবি তোরা মিলেমিশে।
তোদের পানে চেয়ে আছি
কবে তোরা আশার আলো দিশ দিবি।
বেকার জীবন বড়ই জ্বালা, ভালো লাগেনা এই প্রান্তশালা
দেশের প্রধান আছে যারা, তোদের প্রতি অবহেলা।
তোরা সবাই এক কাতারে সাহস নিয়ে বল
বাঁচার মত বাঁচতে হলে কর্ম মোদের দিতে হবে,
এই শ্লোগান নিয়ে তোরা বীর বিক্রমে এগিয়ে চল।