মায়ের কবিতা- ২৮ | ব্যথা

ব্যথা

বেগম কোহিনূর আক্তার খানম

ব্যথা বেদনার স্মৃতিগুলি ভেসে উঠে মনে

কত যে আঘাত পেয়েছি জীবনে।

নিরব হৃদয়খানা বিশ্বাস করেছিল জনমের  তরে

ভুলে বুঝি করে মানুষ এমনি করে

হিমালয়ের হিমেল হাওয়া ছিল হৃদয়ে আমার

বসন্তের কোকিলের কুহু কুহু গান ছিল

কণ্ঠে আমার।

ভালবাসার ছোঁয়া ছিল আমারি মাঝে

তবু কেন ভুল হয়েছিল এমনি করে।

যত হাসি ক্ষণে ক্ষণে সময়কে মুগ্ধ করে

তবু কেন স্মৃতির ব্যথা জেগে উঠে বারে বারে।

জন্ম থেকে বেসেছি ভাল আমি পৃথিবীটাকে

ভুল বুঝি হয়েছিল এমনি করে।

Leave a Comment