যন্ত্রণা
বেগম কোহিনূর আক্তার খানম
জানালার পাশে থাকি বসে
নীল আকাশের পানে চেয়ে।
আবার কি আসিবে আগের দিনগুলি ফিরে
কত যন্ত্রণা তিক্ততার শেওলা পড়ছে সবুজ ঘাসে।
সদ্য ভূমিষ্ঠ শিশু অবিরাম কাঁদছে
নিরাপত্তাহীন আবহাওয়া হাতছানি দিয়ে ডাকছে।
প্রেমিকের আশার আলোর মাঝে আধাঁরের ছায়া।
চাটুকারিতার সংখ্যা বেশী
সত্য মিথ্যা কথার বুলি
অবাক হয়ে শুনতে হবে।
বুঝতে পারলে জীবন যাবে
বোকা বনে থাকতে হবে,
এমন ভাবে বাঁচতে হবে
যদি থাকে কালো টাকা
গাড়ী বাড়ী হর হামেশা?
খুন করেও হয়না সাজা
টাকার জোরে সমাজপতি বাপের বেটা!
এসব দেখে ভাবছি বসে
সুদিন কি আসবে ফিরে
হয়তো না!
তা’হলে আর বাঁচতে চাইনা।