মায়ের কবিতা-৭ | সংসার

সংসার

বেগম কোহিনুর আক্তার খানম

তোমরা আমায় চিনবে যেদিন

বুঝবে সেদিন

হয়ত সেদিন আমি আর থাকবনা।

আমার স্মৃতি দৃষ্টি দিয়ে

দেখবে শুধু নয়ন মেলে

রক্ত দিয়ে করছি সাধন

তোমাদেরই জন্য।

মাথার ঘাম পায়ে ফেলে

দুঃখটাকে চেপে ধরে

গড়ার কাজে ছিলাম মেতে।

নিজের জীবন তুচ্ছ করে

তোমাদেরকে আঁকড়ে ধরে

জীবনটাকে বিলিয়ে দিয়েছি

তোমাদেরই জন্য।

Leave a Comment