সন্ধ্যা
বেগম কোহিনূর আক্তার খানম
নিঃসঙ্গ এক সন্ধ্যায় চুপি চুপি তুমি এলে
ইশারায় জানালে তুমি এসেছ নির্জীব আলয়ে।
কম্প দেহখানা নিয়ে দাঁড়ালাম তোমার পাশে
তুমি ক্ষিপ্ত যোদ্ধার মত অস্ত্র টেনে নিলে,
ক্ষুধার্ত জীবের মত ভক্ষণ করে নির্জীব হলে
আমি অসহায়ের মত চেয়ে দেখি।
তুমি সুবোধ বালকের মত ঘুমিয়ে পড়লে
হাজার বছরের ক্ষুধা করেছ নিবারণ
স্নিগ্ধ হাসিমুখে করেছি বরণ।
সেই সন্ধ্যায় যুদ্ধের কথা রেখেছি গোপন
তুমি যে আমার গোপন অভিসারের স্বপন
আমি সেই রাত্রে বসেছিলাম তোমার পাশে তখন।