স্বপ্ন নিয়ে যত ভাবনা

স্বপ্ন

সব ইচ্ছা পূরণ হলে স্বপ্ন বলে কিছু থাকত না,

স্বপ্নহীন জীবন ভাবা যায় না।

ব্যর্থতা আছে বলে সাফল্য সংগ্রাম আছে,

দুঃখ পরাজয় আছে বলে সুখের এত মূল্য।

আমরা জানি স্বপ্ন স্বপ্নই, তা বাস্তব নয়। স্বপ্ন তৈরি হয় মনের গহীন থেকে। যা বাস্তবের সাথে মিল থাকতে পারে আবার নাও পারে। স্বপ্ন ভাঙ্গে, আমরা আবার নতুন করে স্বপ্ন বুনি। স্বপ্ন জীবনকে নতুন গতি দেয়। স্বপ্নের মাধ্যমে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যায়।

স্বপ্ন কখনও কখনও পূরণ হতে পারে বলে আমরা আশা করতে পারি। কিন্তু আশা পূরণ হওয়ার সম্ভাবনা বেশী থাকে। কারণ আমরা আশা করি বাস্তব দৃষ্টিকোণ এবং পরিস্থিতি থেকে। স্বপ্ন বুনতে কোন কিছুর প্রয়োজন হয়না, আশা করতে একটা ভিত লাগে।

আমাদের বেশির ভাগ স্বপ্নই পূরণ হয়না। তাও আমরা নতুন করে স্বপ্ন বুনি, নতুন করে বাঁচতে শিখি, নতুন করে জীবনকে এগিয়ে নিয়ে যাই। স্বপ্নে আমরা অনেক কিছু করে ফেলতে পারি বিনা বাঁধায়। স্বপ্ন না থাকলে আমাদের জীবনটা হয়ে যেত স্থবির, গতিহীন, নিরানন্দ। নতুন করে স্বপ্ন দেখি বলে নতুন করে বাঁচতে শিখি।

জাগ্রত স্বপ্ন বনাম ঘুমন্ত স্বপ্ন

যে স্বপ্ন লালন করে চলেছি, একটু একটু করে বুনে যাচ্ছি, যা আদৌ কোন কিছুর সাথে সম্পৃক্ত কিনা জানিনা, যে স্বপ্নে কোন বাঁধা নেই, বিধি নিষেধ নেই, অবাধে স্বপ্ন জগতে বিচরণ করা যায়, কতই না মধুর সেই স্বপ্ন, হ্যাঁ সেটাই জাগ্রত স্বপ্ন।

আমরা যখন ঘুমিয়ে কোন স্বপ্ন দেখি তখন এর ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করি। অনেকে বলে থাকে ঘুমের মাঝে যে স্বপ্ন দেখি সেটা হয়ত সারাদিনের কাজের কিংবা কোন চিন্তার ফসল। ভয়ের স্বপ্ন দেখলে বলি শরীর দূর্বল তার জন্য দেখেছি।

সব স্বপ্নের অর্থ হয়না। তবে কিছু কিছু স্বপ্ন আছে যা অর্থবহ। কিছু কিছু স্বপ্ন সত্যিও হয়। স্বপ্নের ব্যাখ্যা বা বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ সবাইকে দেননি। আল্লাহ তায়লা হযরত মুহাম্মদ (সাঃ) কে এই মুজেযা দিয়েছিলেন। ঘুমের ঘোরের স্বপ্ন হয়ত কিছু বাস্তব যোগাযোগ আছে কিন্তু জাগ্রত স্বপ্নে তা নাও থাকতে পারে।

অনেক সময় আমরা ঘুমের মাঝে আমাদের কাছের মানুষকে স্বপ্নে পেতে চাই। বিশেষ করে যাদেরকে আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি। প্রত্যাশা করি অন্তত স্বপ্নে দেখা দিক আমার প্রত্যাশিত মানুষটি। সেই ব্যক্তিটি যখন স্বপ্নে দেখা দেয় তখন আমাদের মনটা খুব ভালো হয়ে যায়। যেমন আমি আমার মাকে হারিয়েছি অনেক বছর। উনাকে আমি মাঝে মাঝে স্বপ্নে পেতে চাই। যেদিন আমি উনাকে স্বপ্নে পাই সেদিন আমার মনটা খুব ভাল হয়ে যায়।

জাগ্রত স্বপ্ন বলি আর ঘুমন্ত স্বপ্ন বলি স্বপ্ন স্বপ্নই। স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি যদি না সেটা দুঃস্বপ্ন হয়। স্বপ্ন বেঁচে থাক আমাদের মনের গহিনে। আর মাঝে তা পূরণ হোক এটাও প্রত্যাশা।

Leave a Comment