মায়ের কবিতা- ৪৯ । সেদিন

সেদিন

বেগম কোহিনূর আক্তার খানম

সেই যে ছোট বেলা

গুটি খেলা করতে বসে

মারামারি হলো সাজুর সাথে,

বললো আমায় রেগে,

প্রতিশোধ নেবে সুযোগ পেলে।

কয়টা দিন ছিলাম খুব সাবধানে

নীরব দেখে কাছে এসে

বললো ডেকে,

তোর সাথে আর করবোনা গন্ডগোল,

এবার থেকে লেখা পড়া শিখে হব

মস্ত বড় লোক।

সত্যই সে হয়েছিল

মস্ত বড় লোক।

অনেকদিন তার সাথে নেই যোগাযোগ।

আকস্মিক দেখি ডা: সাজ্জাদ চৌধুরী!

বিরাট সাইন বোর্ড

কিছু না ভেবে ঢুকে পরলাম চেম্বারে।

দেখি চেয়ারে বসে আছে

চুল দাঁড়ি কাঁচা পাকা,

জমজমাট পোশাক পরা এক ভদ্রলোক।

কাকে চাই প্রশ্ন করে

বললাম ডা: সাজ্জাদ চৌধুরী আছে কী?

হ্যাঁ বলুন আমার কাছে,

সাজ্জাদ ভাই আমি অঞ্জনা,

তোমার প্রতিশোধ নেবে না?

অবাক হয়ে চেয়ে বলে,

 কেমন আছো অঞ্জনা?

লন্ডন থেকে এসে শুনি

অঞ্জনা পরের ঘরণী।

তোমাকে ভালোবেসে প্রতিজ্ঞা করেছিলাম

লেখা পড়া শিখে মস্ত বড় লোক হয়ে

তোমায় করবো বিয়ে।

দেশে ফিরে শুনি অঞ্জনা পরের ঘরণী।

তাইতো আজ অবদি এমনি আছি

প্রতিশোধতো নিয়েছো তুমি অঞ্জনা।

Leave a Comment