মায়ের কবিতা-৪ | ভালবাসা

ভালবাসা

বেগম কোহিনুর আক্তার খানম

কোহেলির হৃদয় যেন ফুটন্ত ফুল

সারাটি জীবন মনের বাগানে

ফুটে থাকতে চায়।

একাকী বসে কোহেলী যখন

বেতার যন্ত্রে মনপূত গানগুলি শোনে

ও যেন হারিয়ে যায় সুদূর পৃথিবীতে

এ যেন এক মায়া রাজ্য।

কোহেলী ভুলে যায় তার বাস্তব জীবনকে।

ও শুধু চায় সুন্দর, শান্তি, ভালবাসা হৃদয়তা।

হঠাৎ সাড়া পেয়ে মুদ্রিত নয়ন দুটি

মেলে দেখে এ যে এক কঠোর পৃথিবী।

দিবা রজনী চিন্তার রাজ্য,

খুঁজে দেখে সুখ পাখী সাথীটিকে,

ও যে পালিয়ে গেছে তাকে ফেলে!

বিষন্ন মনে কোহেলী আবার চিন্তার রাজ্যে বাস করে।

ভেবে ভেবে সারা যদি পায় চিন্তার রাজ্যের,

একটি হৃদয় তারা।

বাসিবে ভালো আপন করে সুধাবে যত,

মনের জ্বালা।

কোহেলী আর হৃদয়তারা ফু্টাবে ফুলের মালা।

Leave a Comment