ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্স ডিজাইনারের রয়েছে প্রচুর সম্ভাবনা। ডিজাইন ক্যাটাগরির মধ্যেই অনেক সাব ক্যাটাগরির কাজ রয়েছে। এখানে কখনো কাজের অভাব হয় না। প্রচুর সাব ক্যাটাগরি থাকায় কাজের সুযোগ অগণিত। নিজেকে যেকোন একটা বিষয়ে দক্ষ করে তুলতে পারলে আপনার জন্য রয়েছে এখানে অফুরন্ত সুযোগ। আপনি চাইলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে ডিজাইনকে বেছে নিতে পারেন।
ডিজাইনের কাজগুলো কেমন?
ডিজাইন এর মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন, ইউ এক্স/ইউ আই ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অ্যাপ ডিজাইন, মোশন গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, 2D ডিজাইন, 3D ডিজাইন, ইনফোগ্রাফিক ডিজাইন, ভাউচার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, বুক ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন ইত্যাদি অনেক অনেক ধরণের কাজ।
ডিজাইন কাজের চাহিদা ও আয়
ডিজাইন কাজের চাহিদা প্রচুর। প্রত্যেকেই চায় নিজের ওয়েব সাইটটা যাতে সুন্দর হয়, তার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। আর সেগুলো করার জন্য একজন ওয়েব ডিজাইনারের দরকার হয়।
আপনার একটা কোম্পানী আছে তার জন্য একটা লোগো বানাতে হবে। যে লোগো দেখেই আপনার কোম্পানীকে নিমিষেই চিনে নেবে। তার জন্য প্রয়োজন একজন দক্ষ লোগো ডিজাইনার।
আপনার একটা রেষ্টুরেন্ট বা প্রতিষ্ঠান আছে। এইসব প্রতিষ্ঠান বা রেষ্টুরেন্টে একটা লোগো, ভাউচার, মেন্যু কার্ড, ফ্লায়ার, ব্যানার এমন অনেক কিছু লাগে। এই প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা চাহিদা রয়েছে।
এগুলোর জন্য ভালো সম্মানী অফার করা হয়। নতুনদের জন্য প্রথমে একটু কম রেট পাওয়া গেলেও সময়ের সাথে সাথে আপনার অভিজ্ঞতার আলোকে রেট বাড়তে থাকবে।
এই কাজগুলোর অনলাইন এবং অফলাইন সব জায়গায় চাহিদা আছে। আপনি চাইলে প্রতি কাজের জন্য অথবা মাসিক চুক্তিতে কাজ করতে পারেন।
আমি আপনাদের সাথে কিছু স্ক্রিন শেয়ার করেছি প্রথম দুটো ফাইভার মার্কেটপ্লেসর। যেখানে ইউআই/ইউএক্স ডিজাইনের ফ্রিল্যান্সারদের কাজের রেট এবং গ্রাফিক্স ডিজাইনাদের কাজের রেট দেখানো হয়েছে।
৩ং ছবিতে ইউআই/ইউএক্স ডিজাইনের ৩৬০৪টি কাজের লিস্ট দেখাচ্ছে। এটা আপওয়ার্কের ছবি।
আপনারা এই দুটো সাইটে ঘুরে দেখে আসতে পারেন কি পরিমাণ কাজ আর ফ্রিল্যান্সার রয়েছে।
ডিজাইনের কাজ কিভাবে শিখবেন বা কোথায় শিখবেন?
প্রথমে নিজেকে চিনুন। যে দুটো সাইটের কথা বলেছি এগুলো ছাড়া আরও এমন অসংখ্য সাইট রয়েছে যেখানে এই ধরণের কাজগুলো পাওয়া যায়। কোন বিষয়ে ট্রেনিং নিবেন বা কোথায় শিখবেন তা সিদ্বান্ত নেওয়ার আগে নিজে ভাবুন কোন কাজটার প্রতি আপনার আগ্রহ জন্মাচ্ছে। মনে রাখবেন কাজের প্রতি আগ্রহ, টাকার প্রতি নয়। টাকা দেখবেন কিন্তু সেটা দেখবেন আপনার কাজটা পছন্দ হওয়ার পরে।
এরপর নিজেকে তৈরি করুন ভালোভাবে কাজ নামার জন্য। যদি আপনার নিজস্ব জ্ঞান থাকে তাহলে সেটা নিয়েই নেমে পড়ুন । তা না হলে ফ্রি রিসোর্স যেগুলো অনলাইনে পাওয়া যায় তা দেখতে থাকুন।
এরপর যেকোন বিশ্বাসযোগ্য অনলাইন/অফলাইন প্রতিষ্ঠান থেকে একটা মেন্টরের আন্ডারে থেকে কোর্স করুন। যেমন আপনি ইউআই/ইউএক্সের কোন কাজ করতে গিয়ে আটকে গেলেন, তখন পাশে কাউকে পাবেন না। কিন্তু আপনার মেন্টরকে সবসময় আপনার পাশে পাবেন। মেন্টরের সাহায্যে খুব সহজেই আপনি সমস্যাটা সমাধান করে ফেললেন। ফ্রি টিউটরিয়াল বা রিসোর্স থেকে সেই সাহায্য পাওয়া সম্ভব নয়। সেজন্য একজন ট্রেনারের কাছ থেকে শিখলে আপনি কোথাও আটকে গেলে সাহায্য করতে পারবে।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে ডিজাইনকে বেছে নিলে আপনার নিজেরও অনেক কাজে লাগবে।