ছলনাময়ী
বেগম কোহিনূর আক্তার খানম
আমি দেখেছি যারে বেসেছি ভালো অবলা ভেবে
সেতো নয় সত্যি, সে যে ছলনাময়ী দুষ্ট রমনী,
সুযোগ পেলেই ছড়ায় বিষের কণা
আবার কেড়ে নিতে চায় হৃদয়ের মধ্যখানা।
আমি যাহা বুঝিনা জানিনা
তাহার নয় কিছু অজানা।
এ বুঝি এলো সে মায়াবিনী হয়ে
মুহূর্তে আসে সে রাক্ষসিনীর বেশে।
সুন্দর করে পরিয়ে দেয় স্নেহের মালা
তড়িৎ হস্তে ছিন্ন করে সেই মালাখানা
মর্মে মর্মে জর্জরিত হয়
আমার হৃদয়খানা।
দেখেছি যেমন পেয়েছি কেমন
সেতো এক বিষ্ময়কর।