অসহায়
বেগম কোহিনূর আক্তার খানম
আমি শান্ত, আমি ক্লান্ত, আমি তিক্ত
আমি নিত্যদিনের যুদ্ধে যেন পরিত্যক্তা।
আমি হেসেছি, আমি কেঁদেছি, আমি ঘুমিয়েছি
আমি প্রতিদিন রুটিন নিয়ে এগিয়ে চলেছি
তবুও আমি অবহেলিত।
আমি মিছিলের মাঝ থেকে চিৎকার করে বলেছি
আমি দেশকে ভালবাসি ভালবাসি
আমার কথায় কেহ সাড়া দেয়নি
আমি অবাক হইনি।
আমি জানি এমনি হবে আমার নিয়তি
তবু আমি ক্রুদ্ধ নই, আমি ব্যর্থ নই, আমি পরিত্যক্তা নই
আমি আমার দেশকে ভালবাসি।