মায়ের কবিতা- ৩২ । ইচ্ছা

ইচ্ছা

বেগম কোহিনূর আক্তার খানম

কখনও ইচ্ছা করে

শিশিরে স্নান করা শিউলি ফুলের মত

সদ্য স্নান করে এলোমেলো চুল নিয়ে

তোমার দৃষ্টিতে আসি।

কখনও ইচ্ছা করে

দুপুরে আম্র কাননে দক্ষিণের হাওয়ার মাঝে

মাটিতে লুটায়ে বসি।

কখনও ইচ্ছা করে

বৃষ্টি ভেজা দেহটা নিয়ে

জন্মভুমির মাটিকে জড়িয়ে ধরি।

কখনও ইচ্ছা করে

শীতের লেপের নীচে ঘুমিয়ে পড়ি।

কখনও ইচ্ছ করে

অমৃত সুদাপান করে

পৃথিবীটাকে শান্ত করি।

কখনও ইচ্ছা করে

সবার মাঝে বেঁচে থাকি।

কখনও ইচ্ছা করে

মগ্ন হয়ে স্রষ্ঠার সাথে প্রেম করি।

কখনও ইচ্ছা করে

স্রষ্ঠার দর্শনে মগ্ন হয়ে মরতে পারি।

শেষ ইচ্ছা তাই

যদি স্রষ্ঠাকে কাছে পাই।

Leave a Comment