সফর
বেগম কোহিনূর আক্তার খানম
প্রণয়, আজ আর নয় কথা
গড়িয়ে গেছে অনেক বেলা
তোমার দর্শন পাওয়ার আশায়
এসেছি সকাল বেলা।
দাওনা এগিয়ে উঁচু, নিচু এই পাহাড় টিলা
মনের যত গোপন কথা
আজ আর বলবোনা হেথা।
পরে আবার দেখা হবে
কপতী নদীর তীরে
তুমি বইবে নৌকা ধীরে ধীরে
আমি স্রোতের ঢেউ দেখবো নয়ন ভরে।
সুখের ভ্রমণ শেষ করে
আসবো দুজন ঘরে ফিরে
থাকবেতো প্রণয়,
১৬ তারিখ তোমার মনে?
সেদিন আবার কথা হবে।