মায়ের কবিতা- ৩৯ । নিশি

নিশি

বেগম কোহিনূর আক্তার খানম

নিশিতে শয্যায় মগ্ন হয়ে শুয়ে আছি

মৃদু মৃদু পায়ের আওয়াজ লাগছে কানে।

দৃষ্টিতে যেন মানবের ছায়া পড়ছে

কে, কে, কে তুমি?

ভয়ে ভয়ে প্রাণটা কাঁপছে

অট্রহাসিতে জ্বলে উঠলো আলো

জীবন, জীবন, তুমি!

নরঘাতকের মত নিশিতে এসেছো কেন

মুক্তিযোদ্ধা বলে শ্রদ্ধা করি

ভাল নয় বাসি।

আবার সেই অট্রহাসিতে উঠলো বলে

মানবী, মানবী

স্বাধীনতা আমার সুমিতাকে কেড়ে নিয়ে গেছে।

ঘাতক হয়ে এসেছি তোমার ঘরে অন্ধকারে।

তুমি কী পারবে

আমার সুমিতার জীবন ফিরিয়ে দিতে?

তোমার বাবা রাজাকার হয়ে

হাজার সুমিতাদের জীবন কেড়ে নিয়েছে।

অকালে ঝরে গেছে ফুলের কলি

তাইতো তোমার কাছে এসেছি।

Leave a Comment