মায়ের কবিতা- ৪০ । তৃষ্ণা

তৃষ্ণা

বেগম কোহিনূর আক্তার খানম

আর ভাল লাগেনা মিছে ভালবাসায়

পৃথিবীটা ঘুরছে রূপালী চাকায়

তৃষ্ণা মিটেনা আর ভোরের কুয়াশায়।

শিউলী ফুলের মালাগুলি শুকিয়ে যায়

সূর্যের প্রখর তাপে যেন হৃদয় জ্বলে যায়

চাঁদের আলো আমায় দেখে পালিয়ে যায়।

তারাগুলি মিটিমিটি জ্বলে

আমায় সান্ত্বনা দেয়

কোকিলগুলি গান গেয়ে আশা দিয়ে

আমায় বাঁচাতে চায়।

ঝির ঝির বাতাসে আমার ছন্দ যোগায়

মৌমাছিরা গুণ গুণ করে গান শোনায়

হাসনেহেনা ফুলগুলি নেশার ঘ্রান ছড়ায়।

ধীর ধীর আশায় বেঁচে থাকা দায়

তবুওতো আসেনা সমীর আমার আঙ্গিনায়

বেঁচে থাকব কার আশায়?

Leave a Comment