মায়ের কবিতা- ৪৩ । নিরাশ

নিরাশ

বেগম কোহিনূর আক্তার খানম

মনটা বড় চঞ্চল

বিষাদ হয় যখন তখন,

অর্থ বড় স্বার্থপর

শ্রম দিয়ে হয় অনর্থক।

হারিয়ে যায় জীবনের উদ্দীপণ

চলেনা কলম, আসেনা ভাষণ

এ যেন এক অসাড় জীবন!

নিত্যদিন করেছি আশা

বাঁচবো আর কোন ভরসায়।

সুধাবাবুর গুদাম ভরা

ক্ষুধার জ্বালায় মানুষ মরা

এমন কথা শুনতে পেরে

জীবনটাকে তুচ্ছ লাগে।

Leave a Comment