মায়ের কবিতা- ৪৬ । গোধুলী

গোধুলী

বেগম কোহিনূর আক্তার খানম

গোধুলী লগ্নে এসে একদিন বলেছিলে

বাঁধবো সুখের ঘর মধুমিতার কাছে।

পিঞ্জিরার দুয়ার দিয়েছি খুলে

তোমায় উজাড় করে।

অমৃত সুধা পান করেছ সেদিন

উদার হয়ে।

আজ কেন জর্জরিত তুষার আঘতে

ফেলে আসা দিঙ্গুলি বুঝলে না কেন তুমি?

চাঁদের পাশে মেঘ আছে

আড়ালে তবু চাঁদ হাসে।

কাটার আঘাত পেয়েছ তুমি

প্থ চলার ভুলে।

সেই ব্যথা মুছেছি আমি অশ্রু দিয়ে

তবুওতো বাঁচতে চাই তোমায় নিয়ে

সুখের ঘরখানি সাজাবো তোমায় দেখে।

Leave a Comment