নির্জনতা
বেগম কোহিনূর আক্তার খানম
আমার কখনও মনে হয় আমি বড় একা
নীরব নির্জনতায় কেটে যায় সময়টা।
সকালে ঘুম থেকে উঠে মনে হয়
ঘোমটা মাথায় দাঁড়িয়ে আছে
সবুজ বাংলার এই শহরটা।
দুপুরে কর্মব্যস্ততায় চলছে
সংগ্রামী সুধী সমাজটা।
বিকেলে সোনালী রৌদ্রে
হিমেল হাওয়ায় ঘুরে বেড়ায়
মৌমিতারা।
আমি আমার বাগানের গ্রীলটা ধরে
দাঁড়িয়ে দেখি পুরো শহরটাকে।
আমি তখন একা বড় একা
এই শান্ত শহরের নির্জনতায়
আমাকে ভাবিয়ে তোলে।
অতীত বর্তমান ভবিষ্যত
জীবন যাপনের দৃশ্যলীলা
আমি একা বড় একা।