নীলাভ শুভঙ্কর
নীলাভ শুভঙ্কর
তামান্না মহুয়া
চেয়ে দেখো, ইতিহাসের সবুজ স্বপ্নগুলো
যেন নীল তিমির জমে যাওয়া নিঃসঙ্গতার
বোবা কান্না ।
তুমি কি জানো শুভঙ্কর ?
সকালের শুভ্রতা ,আমার নিস্তব্ধতায়,
নীল হৃদয়ের প্রার্থনায় শুধু শুভংকরময় ॥
নীলাভ শুভঙ্কর
তামান্না মহুয়া
চেয়ে দেখো, ইতিহাসের সবুজ স্বপ্নগুলো
যেন নীল তিমির জমে যাওয়া নিঃসঙ্গতার
বোবা কান্না ।
তুমি কি জানো শুভঙ্কর ?
সকালের শুভ্রতা ,আমার নিস্তব্ধতায়,
নীল হৃদয়ের প্রার্থনায় শুধু শুভংকরময় ॥
প্রিয়া বেগম কোহিনূর আক্তার খানম আমি হতাম যদি কোন এক শিল্পী তোমার ছবি এঁকে রাখতাম বুকের মাঝে। হতাম যদি কবি তোমার নামে লিখতাম কবিতা, রক্ত দিয়ে। হতাম যদি উপন্যাসিক রচনা করতাম তোমার নামে পান্ডুলিপি। হতাম যদি দেশের প্রধান স্বর্গ সুখে তোমায় আমি রাখতাম। হতাম যদি আমি ধন-কূপ তোমায় নিয়ে ঘুরে বেড়াতাম সারা বিশ্ব ভূমি। আমার … Read more
আমার কখনও মনে হয় আমি বড় একা
নীরব নির্জনতায় কেটে যায় সময়টা।
সকালে ঘুম থেকে উঠে মনে হয়
ঘোমটা মাথায় দাঁড়িয়ে আছে
সবুজ বাংলার এই শহরটা।
গোধুলী লগ্নে এসে একদিন বলেছিলে
বাঁধবো সুখের ঘর মধুমিতার কাছে।
পিঞ্জিরার দুয়ার দিয়েছি খুলে
তোমায় উজাড় করে।
আর ভাল লাগেনা নি:স্ব জীবনটা
প্রেম প্রীতির নেই আশা
দুর্জয় জীবনের নেই ভরসা।
ছন্দের আকাল পড়েছে বেশী
কবি সাহিত্যিকের ছড়া-ছড়ি
প্রকাশকের দর কষাকষি।
আমার দেশটাকে ভীষণ ভালো লাগে
যেদিকে দেখি সবুজের মেলা।স
আকাশ পাতাল সাগর নদী
উথাল-পাতাল ঢেউয়ের খেলা।
মনটা বড় চঞ্চল
বিষাদ হয় যখন তখন,স
অর্থ বড় স্বার্থপর
শ্রম দিয়ে হয় অনর্থক।
নিঃসঙ্গ এক সন্ধ্যায় চুপি চুপি তুমি এলে
ইশারায় জানালে তুমি এসেছ নির্জীব আলয়ে।
কম্প দেহখানা নিয়ে দাঁড়ালাম তোমার পাশে
তুমি ক্ষিপ্ত যোদ্ধার মত অস্ত্র টেনে নিলে,
আসাদ চিঠি খানা পেয়ে
অবাক হবে জানি।
অজয়ের কাছে তোমার ঠিকানা পেয়েছি
তাই তোমার অতীতকে
খুঁজে পত্র লিখছি।
আর ভাল লাগেনা মিছে ভালবাসায়
পৃথিবীটা ঘুরছে রূপালী চাকায়
তৃষ্ণা মিটেনা আর ভোরের কুয়াশায়।