মায়ের কবিতা- ২৮ | ব্যথা

ব্যথা

ব্যথা বেদনার স্মৃতিগুলি ভেসে উঠে মনে
কত যে আঘাত পেয়েছি জীবনে।
নিরব হৃদয়খানা বিশ্বাস করেছিল জনমের  তরে

ভুলে বুঝি করে মানুষ এমনি করে
হিমালয়ের হিমেল হাওয়া ছিল হৃদয়ে আমার
বসন্তের কোকিলের কুহু কুহু গান ছিল
কণ্ঠে আমার।

মায়ের কবিতা- ২৭ । বৃথা আরধনা

বৃথা আরধনা

জীবনে কিছু পাইনি বলে,
অভিযোগ নেই আমার,
রোগ শোক আছে বলে আক্ষেপ নেই আর
জন্ম থেকে রোগ আমার নিত্য সঙ্গী,
দু:খ আমার অহরহ আছে বলেই
সুখকে আমি ভালবাসি।

মায়ের কবিতা- ২৬ । সাধনা

সাধনা

নিত্য দিনে শত ব্যথার মাঝে হাজার কথার পাশে,
তুমি বেঁচে থাকো মোর প্রিয়।
তুমি আছ বলেই শক্তি আসে আমার মাঝে
তুমি আছ বলিতো পৃথিবী আমার কাছে আলোময়,
তুমি আছ বলেইতো আমি যেন ফুটন্ত গোলাপ।

মায়ের কবিতা- ২৪ ।অসহায়

অসহায়

আমি শান্ত, আমি ক্লান্ত, আমি তিক্ত
আমি নিত্যদিনের যুদ্ধে যেন পরিত্যক্তা।
আমি হেসেছি, আমি কেঁদেছি, আমি ঘুমিয়েছি
আমি প্রতিদিন রুটিন নিয়ে এগিয়ে চলেছি
তবুও আমি অবহেলিত।

মায়ের কবিতা ২৩ । দোয়া

দোয়া

একদিন সকাল বেলা বলেছে আমার সন্তানেরা

মা তুমি কেমন আছো?

বলেছি আমি, রেখেছে খোদা যেমন

নীরবে কেঁদেছি তখন বলেছি যখন

দুই হাত তুলে করেছি প্রার্থনা

মানুষ যেন হয় আমার সন্তানেরা।