মায়ের কবিতা- ৩৪ । যন্ত্রণা

যন্ত্রণা

কত যন্ত্রণা তিক্ততার শেওলা পড়ছে সবুজ ঘাসে।
সদ্য ভূমিষ্ঠ শিশু অবিরাম কাঁদছে
নিরাপত্তাহীন আবহাওয়া হাতছানি দিয়ে ডাকছে।
প্রেমিকের আশার আলোর মাঝে আধাঁরের ছায়া।

মায়ের কবিতা- ৩৩ । মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধা

কোঁকড়ানো মাথার চুল
সিগ্ধ হাসি তার
ষ্টেনগান কাঁধে নিয়ে চলছে অবিরাম।
যাওয়ার কালে বলেছিল, সুমনাকে
যুদ্ধে জয়ী হয়ে
ফিরে এসে তোমায় করবো বিয়ে।

মায়ের কবিতা- ৩১ । গগণ

গগণ

আমি কখনও গগণ চুম্বি আশা করিনি,
আমি আমার বাগানের পরিচর্চায় মগ্ন থাকি,
স্মৃতির মনিহারে গাঁথা অনেক ব্যথা আছে জমা
লাল গোলাপের পাঁপড়ি ছিড়ে ঘ্রান দেখি।