Hollywood Studio
২১শে ডিসেম্বর গেলাম ডিজনি পার্ক Hollywood Studio তে। Epcot পার্কের তুলনায় এই পার্কটা ছোট, এর আয়তন ১৩৫ একর। এখানেও অনেক গুলো রাইড ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল High school Musical Show। স্টার ট্যুরস, দ্য গ্রেট মুভি রাইড, ইন্ডিয়ানা জোনস, ৩ডি মুভি, রক এন্ড রোলার কোস্টার, টোয়ালাইট জোন অব টাওয়ারসহ আরো অনেক রাইড। রাইড এবং মুভিগুলো অনেক মজার ছিল।
অনেক রাইডে হৃদস্পন্দন বেড়ে যায়। আমি চোখ বন্ধ করে রাইড শেষ হওয়ার অপেক্ষায় থাকতাম। বের হলে বাচ্চাদের কাছ থেকে শুনতাম চোখ বন্ধ করায় নাকি রাইডের আসল মজাটা পাইনি! সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে টোয়ালাইট জোন অব টাওয়ার। এটা একটা লিফট যা সেকেন্ডের মধ্যে ১৯৯ ফুট উপরে উঠে যায় এবং দরজা খোলার পর দেখা যায় খোলা জানালা। আপনার মনে হবে আপনি পড়ে যাচ্ছেন। আর সেই দৃশ্য দেখে ভয়ে সকলের পিলে চমকে যায়।
এমন সব রাইড থেকে নামার উপর আমার বুক ধুরু ধুরু কমতে অনেক সময় লাগে। আর বাচ্চাদের সে কী উত্তেজনা এবং চোখে মুখে বিশ্ব জয় করার হাসি। বাচ্চাদের সুখের কাছে মায়েদের ভয় , শঙ্কা সব তুচ্ছ।
সময়টা ক্রিসমাসের আগে আগে বলে সব কিছু অনেক সুন্দর করে সাজানো ছিল। খুব সুন্দর লাইটিং করা। এই পার্কটায় অনেকগুলো শহর বানানো ছিল। সন্ধ্যার সাথে সাথে শহরগুলোকে রঙ্গিন আলোয় আলোকিত করা হয়েছিল। দারুণ সুন্দর লাগছিল মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি। কিন্তু প্রচন্ড ভীড়ে আমাদের ৪ জনের একসাথে থাকাটাই অসম্ভব হয়ে যাচ্ছিল।
আগেরদিনের শীতের কাপড় নিয়ে শুধু শুধু ঘুরতে হয়েছিল তাই আজ আর তেমন কোন শীতের কাপড় নেওয়া হয়নি। কিন্তু প্রচন্ড শীতে আমাদের টিকে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। আমেরিকানরা বলে এখানে 3W এর কোন বিশ্বাস নাই। W for work, weather, and wife। আমরা weather এর ব্যাপারটা টের পেলাম। আর বাকী দুটো লোক মুখে শুনে সত্যতা পেয়েছি।
শীত আর ভিড় এই দুটো কারণে রাত ৮ টার দিকে পার্ক থেকে বের হয়ে আমাদের এক বন্ধুর বাসায় গেলাম। উনারা এদেশে এসেছেন ৬ বছর হলো। ভাই ভাবী দুজনের পরিবারের সবাই আমেরিকার সিটিজেন। এখানে এসে তাদের খুব ভালো লাগছে কারণ পরিবারের সবাই একই দেশে আছেন। দেশে আরাম-আয়েশে থাকলেও পরিবারের সবাইকে ছেড়ে থাকাটা কষ্টকর ছিলো। আরাম-আয়েশের চাইতে মনের শান্তি বড় কথা। সবচেয়ে বড় কথা পরিবেশ। পরিবেশের কারণে এখানে এত পরিশ্রমও গায়ে লাগে না। ভাবী বলেন, আমি এখন চিন্তা করি আমার কাজের লোকজন সব কাজ করতো, আমার তাহলে সময় কাটত কিভাবে?
উনাদের আতিথেয়তায় অভিভূত আমরা। পরদিন উনাদের এখানে রাত কাটাব এই ওয়াদা করে হোটেলে ফিরে গেলাম।