মায়ের কবিতা – ২২ | আক্ষেপ

আক্ষেপ

বেগম কোহিনূর আক্তার খানম

ইচ্ছে করে জড়িয়ে পড়ি

হৃদয়খানা মেলে ধরি

মানুষগুলি কত কঠিন

দিবানিশি ভেবে মরি।

এই জগতের দয়া মায়া

সবই যেন গেছে ভেসে

দুর্জনেরা সবাই যেন

চলে ফিরে হাসি খেলে।

মাথা আমার ঠিক থাকে না

দুর্জনেদের আচরণে,

চারিদিকে শুধু ফাঁকা

সবই যেন আঁকা বাঁকা।

ইচ্ছে করে জোরে বলি

সত্য কথা প্রকাশ করি,

দুর্জনেদের দাপট বেশী

বলতে আমি নাহি পারি।

মনটা আমার গুমরে মরে

এমন করে জগত চলে

মিথ্যাবাদীর বড় ভাষণ

সত্যবাদীর নাহি আসন।

চলছে জগৎ অহরহ

অত্যাচারীর শাসনে

প্রতিবাদ করতে গেলে

মরতে হয় জীবনে

গণতন্ত্র, গণতন্ত্র বলি সবে

মানি আমরা কয়জনে?

Leave a Comment