একাকীত্ব
নূর মারিয়াম
একদিন সকলেই একা হবে,
হয়ত তুমি সবাইকে একা করবে
অথবা তোমাকে একা করে
ছেড়ে যাবে সবাই।
তুমি সকলকে একা করে গেলেতো
নিজে বেঁচে গেলে নিঃসঙ্গতা থেকে।
তোমাকে একা করে গেলে
পাল্টে যাবে অনেক কিছু।
জগত সংসারে কিছুই পাল্টাবে না
শুধু তোমার নিজের জীবনে
পাল্টে যাবে বহু কিছু।
সময়ের সাথে সাথে তুমিও
ব্যাকুল হবে চলে যেতে।
নির্দিষ্ট সময়ের পূর্বে সেই যাওয়া
হবে না পূরণ এক মুহূর্ত আগে।
নিঃসঙ্গতাকে সঙ্গী করে
কাটিয়ে দিতে হবে
একাকীত্বের জীবনটাকে।