মায়ের কবিতা- ৫২ । কেমন আছ

কেমন আছ

বেগম কোহিনূর আক্তার খানম

অমিত, বুক হাত দিয়ে বলো

আমাকে সত্যিই কী ভালোবাস?

রায় পুকুরের পাড়ে

নীলাম্বরী শাড়ী পরে,

দুটি বেণী করে

আমি যেতাম ঘাটে।

অমনি করে আড় নয়নে

লুকিয়ে লুকিয়ে দেখতে।

লজ্জায় আমি পালিয়ে যেতাম

মল্লিকাদের বাড়িতে।

সেথায় বকুল ফুলের মালা হাতে নিয়ে

পথের ধারে থাকতে।

বাড়ির পথে পা বাড়ালে

হাত ধরে বলতে,

আমায় তুমি ভালোবাস।

জীবনটাও দিতে পারো

যদি আমায় নাই পেলে,

জীবনটাই বৃথা যাবে।

এখন তুমি কেমন আছো

জানতে ইচ্ছে করে।

Leave a Comment