মায়ের কবিতা-২ | ক্ষণিক

ক্ষণিক

বেগম কোহিনুর আক্তার খানম

তুমি ডাকো যখন শুধু তোমারি পাশে থাকতে,

এ জীবন ধন্য হয় তোমারি স্পর্শে,

পৃথিবীর যত জ্বালা হয় যেন নিবারণ

তোমারি পাশে থাকলে।

তুমি যদি দূরে থাক আমায় ছেড়ে

যত ব্যাথা, যত জ্বালা, যত আকুলতা

বেড়ে যায় দ্বিগুণ হয়ে।

আমি থাকতে পারিনা ঘরে

কি যাদু করেছ মোরে

বেঁধেছ মায়া ডোরে ।

যত ব্যাথা দিয়েছ, যত আঘাত হেনেছ

ভুলে যাই তুমি কাছে আসলে,

কি করে কাটাবো জীবন

আমি তোমারি বিরহে।

Leave a Comment