মায়ের কবিতা-৩ | নীড়ের আশা

নীড়ের আশা

বেগম কোহিনুর আক্তার খানম

ওগো মোর বিশ্বাসের কন্ঠমালা

শুনবে মোর গীতি রচনা!

যেদিন ভুবনে এসেছি আমি,

কেঁদেছিলাম সজোরে

হেসেছিল সবে ভাবেনি তারা

আমি যে অবলা।

তাইতো কেঁদেছিলাম তৎক্ষণে

ভুবনে ভ্রমণে দেখেছি যতক্ষনে

আমি সাথী ছাড়া।

পেয়েছি তোমারে

ওগো তুমি যে আমার হৃদয় আয়না।

যতই দেখি প্রতিচ্ছবি,

সবুজ-শ্যামল বাংলায় তার জুড়ি হয়না।

দেখেই সাধ মিটলোনা আমার

যতনে রেখেছি মোর আয়না।

বেঁধেছি বাঁধন দেখেছি স্বপন

নতুন কুড়ির আগমন ।

এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটি

নতুন কুড়ি, ফুটিল পুষ্প গোলাপ

হৃদয় বাগানে আমার।

পেয়েছি, পেয়েছি বলে

নিয়েছি মালিনীর বেশ।

যতনে যত্নে, ক্লান্ত হয়ে

দুই যুগ শেষ।

চেয়ে দেখি গোলাপ কয়টি ফুটেই সারা

আমি তখন আত্নহারা!

উজাড় করে খুলে দেখি প্রতিচ্ছবি

হৃদয়ের আয়নাখানি।

চমকে উঠি অভাগিনীকে দিল দাগ

মোর আয়নাতে, একি বিস্ময়!

এক্ষনে হৃদয়তারা উড়ে যেতে চায়

এ দেহ ছাড়ি।

দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি

আমার এক পুষ্প গোলাপকে

নয়ন খুলে দেখি তার

সর্ব অঙ্গ ভরে গেছে বিষ কাঁটাতে

একি হলো কিছুই বুঝিনা।

ওগো মোর বিশ্বাসের কন্ঠমালা

তোমার কি অজানা!

কে দিল এ জ্বালা?

আমিতো সইতে পারিনা

ওগো মোর বিশ্বাসের কন্ঠমালা ।

Leave a Comment